অতিরিক্ত ব্যয় বন্ধে নন-লাইফ বীমায় ৫ নির্দেশনা আইডিআরএ’র
নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখতে ৫টি নির্দেশনা জারি করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কর্তৃপক্ষের উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রোববার (৯ জুন) বীমা কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর পরিচালকদের সাথে মতবিনিময় সভা করে আইডিআরএ। ওই সভায় নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা ২০১৮ মোতাবেক ব্যবস্থাপনা ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখার ক্ষেত্রে সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা হয় এবং এতে ৫টি সিদ্ধান্ত হয়।
নন-লাইফ বীমার ব্যবস্থাপনা ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখতে নেয়া ৫ সিদ্ধান্তের মধ্যে রয়েছে-
>ব্যবস্থাপনা ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে। এজন্য বীমাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং এর পরিচালনা পর্ষদকে তৎপর থাকতে হবে।
>বীমা আইন, বিধি-বিধান, সার্কুলার ইত্যাদি যথাযথ অনুসরণপূর্বক বীমা কার্যক্রম পরিচালনা করতে হবে।
>বীমাকারীসমূহ কর্তৃক বীমা আইন, ২০১০ লংঘন করা হলে বীমা আইন, ২০১০ অনুযায়ী আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
>যথাসময়ে এবং যথাযথভাবে ব্যবস্থাপনা ব্যয় সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
>নতুন বীমা পরিকল্প উদ্ভাবন বিষয়ক প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রাখতে হবে।