1 min read

আইডিআরএ’র নবনিযুক্ত চেয়ারম্যানকে বিআইপিডির শুভেচ্ছা

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনযিুক্ত চেয়ারম্যান ড. এম আসলাম আলমকে ফুল ও প্রকাশনা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)।

বিআইপিডির মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন মহাপরিচালকের পিএস মো. আরিফুর রহমান।

এ সময় বীমা শিল্পের প্রশিক্ষণ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য পেশ করেন কাজী মো. মোরতুজা আলী।     

উল্লেখ্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *