আইডিএবি’র উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা ও The Magic Of IDAB Award অনুষ্ঠিত।
1 min read

আইডিএবি’র উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা ও The Magic Of IDAB Award অনুষ্ঠিত।

আজ শনিবার ২০/০১/২০২৪ ইং নয়াপল্টনে হোটেল দি ক্যাপিটেল হলরুমে দিনব্যাপী ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ এর উদ্যোগে বিমা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা ও পার্ফরমেন্স এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আইডিএবি”র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম জিএম সজল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মোহাঃ রেজাউল ইসলাম।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কাজী মোঃ মর্তুজা আলী ডাইরেক্টর জেনারেল বিআইপিডি প্রধান প্রশিক্ষক ছিলেন জনাব ফরিদ জামান। বিশেষ অতিথি ছিলেন জনাব, ড. রিয়াদ তানসেন। এ্যাসোসিয়েট প্রফেসর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

বিশেষ অতিথি ছিলেন জনাব, এস এম শামসুদ্দীন চীফ মার্কেটিং অফিসার যমুনা লাইফ ইনসিওরেন্স। বিশেষ অতিথি মোঃ হাসান খান রিপন ভাইস চেয়ারম্যান আইডিএবি মোঃ আবদুস সালাম ভাইস চেয়ারম্যান আইডিএবি মোঃ নুরুল ইসলাম ভাইস চেয়ারম্যান ।

আরো উপস্থিত ছিলেন যমুনা লাইফের ডিএমডি জনাব মোঃ খায়রুল মমিন কাজল, জনাব লায়ন মোঃ শফিকুর রহমান চৌধুরী, জনাব এম এম হোসাইন আহমেদ, প্রকল্প পরিচালক জনাব সুমন কুমার সাহা, জনাব মোঃ হুমায়ুন গাজী, জনাব মোঃ ইসরাফিল হোসেন।

ডিপিডি জনাব মোঃ নুরনবী সোহেল ও জনাব মোঃ মাহমুদুল হাসান রিয়াদ সহ একাধিক বিমা কোম্পানির প্রায় ৫০ জন কর্মকর্তাকে ও বীমা পেশাজীবি এ্যাওয়ার্ড প্রদান করেছে আইডিএবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *