1 min read

আইসিএসবি করপোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো বীমা খাতের ৫ কোম্পানি

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৩ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ, বাণিজ্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বাংলাদেশে করপোরেট গভর্নেন্সে উৎকর্ষতা সাধন ও স্বচ্ছতা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে এ বছর ৪১টি প্রতিষ্ঠানকে করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশ (আইসিএসবি)। এর মধ্যে বীমা খাতের ৫টি কোম্পানি অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ১৪টি ক্যাটাগরিতে বিজয়ী ৪১টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সালেহউদ্দিন আহমেদ। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ- এই তিনটি ক্যাটাগরিতে কোম্পানিগুলোকে পুরষ্কার প্রদান করা হয়।

করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ী বীমা খাতের ৫ কোম্পানির মধ্যে  হলো-

গোল্ড অ্যাওয়ার্ড

জেনারেল ইন্স্যুরেন্স: সিটি ইন্স্যুরেন্স পিএলসি

সিলভার অ্যাওয়ার্ড

জেনারেল ইন্স্যুরেন্স: গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি

লাইফ ইন্স্যুরেন্স: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড

ব্রোঞ্জ অ্যাওয়ার্ড

জেনারেল ইন্স্যুরেন্স: সেনা ইন্স্যুরেন্স পিএলসি

লাইফ ইন্স্যুরেন্স: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *