1 min read

ইসলামী ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারির দায়িত্বে এহসানুল হক

 ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের চৌধুরী এহ্সানুল হককে নতুন কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করেছে কোম্পানিটি। এহ্সানুল হক বর্তমানে ইসলামী ইন্স্যুরেন্সের মানব সম্পদ ও প্রশাসন বিভাগে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান দায়িত্বের পাশাপাশি তাকে কোম্পানি সেক্রেটারি হিসেবে সম্প্রতি এ অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) ডিগ্রি অর্জনের পাশাপাশি এমবিএ, এলএলবিসহ বেশকিছু ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশের স্বনামধন্য বেশ কিছু কোম্পানিতে মানব সম্পদ, প্রসাশন ও কোম্পানি অ্যাফেয়ার্স’র ওপর তার প্রায় ১৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *