ইসলামী বীমায় রুপান্তর হতে যেসব তথ্য দিতে হবে আইডিআরএ’কে
রোববার (৪ ফেব্রুয়ারি) ইসলামী বীমা ব্যবসা পরিচালনায় কোম্পানির নাম পরিবর্তনের জন্য অনুমোদনের প্রয়োজনীয় দলিলাদির চেকলিস্ট তৈরি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলাইমান স্বাক্ষরিত এই চেকলিস্ট বীমা কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে।
চেকলিস্টে যেসব তথ্য চাওয়া হয়েছে-
ইসলামী বীমা ব্যবসা পরিচালনার নিমিত্তে কোম্পানির নাম পরিবরতনের জন্য চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে।
আবেদনের সাথে কর্তৃপক্ষ হতে নির্ধারিত ফি এবং শুল্ক কর প্রদান (বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২ এর প্রবিধান-৩ (১) অনুযায়ী বীমাকারী কর্তৃক পরিচালিত প্রত্যেক শ্রেণী এবং উপশ্রেণীর জন্য নিবন্ধন ফি)।
আবেদনের সাথে যেসব দলিলাদি আবশ্যিকভাবে দাখিল করতে বলা হয়েছে-
ইসলামী বীমা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরিচালনা পর্ষদের সভার কপি; ইসলামী বীমা ব্যবসা পরিচালনার লক্ষ্যে সংঘস্মারক ও সংঘবিধির প্রয়োজনীয় সংশোধনী রেজিষ্টার জয়েন্ট ষ্টক কোম্পানিজ এন্ড ফার্মস (আরজেএসসি) এর প্রয়োজনীয় অনুমোদনসহ সংশোধিত সংঘবিধি ও সংঘস্মারকের প্রত্যায়িত কপি দাখিল।
এছাড়াও যেসকল ইসলামী বীমা ব্যবসা পরিচালনা করা হবে তার তালিকা; ইসলামী বীমা ব্যবসার ক্ষেত্রে যে মডেল ব্যবহার করা হবে তার বিস্তারিত তথ্য প্রেরণ; শরীয়াহ কাউন্সিল গঠন বিষয়ক পরিচালনা সভার অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্তের কপি; ইসলামী বীমা ব্যবসা পরিচালনার জন্য ফিজিবিলিটি রিপোর্ট এবং কোম্পানির বিশেষ সাধারন সভার অনুমোদিত কার্যবিবরণী প্রেরণ।
কর্তৃপক্ষ হতে চাহিত অন্যান্য তথ্যাদি এবং দলিলাদি পাঠানোর কথা বলা হয়েছে চেকলিস্টে একইসঙ্গে এই চেকলিস্ট জারি করার তারিখ হতে এ নির্দেশনা কার্যকর হবে।