ইস্টার্ন ইন্স্যুরেন্স চেয়ারম্যানের মাসিক সম্মানী গ্রহণ, কোম্পানির বক্তব্য জানতে চেয়েছে আইডিআরএ
1 min read

ইস্টার্ন ইন্স্যুরেন্স চেয়ারম্যানের মাসিক সম্মানী গ্রহণ, কোম্পানির বক্তব্য জানতে চেয়েছে আইডিআরএ

রোববার (২৮ জানুয়ারি) ইস্টার্ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ এস এম ওয়াহিদুজ্জামানের মাসিক সম্মানী গ্রহণের বিষয়ে কোম্পানিটির বক্তব্য জানতে চেয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহীকে পাঠানো এক চিঠিতে ৫ কার্যদিবসের মধ্যে এই বক্তব্য দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান এ এস এম ওয়াহিদুজ্জামান এর মাসিক ২ লাখ টাকা সম্মানী গ্রহণের বিষয়ে কোম্পানির বিস্তারিত বক্তব্য আগামী ৫ কার্যদিবসের মধ্যে আবশ্যিকভাবে কর্তৃপক্ষ বরাবর দাখিল করার জন্য বলা হয় ।

চিঠিতে স্বাক্ষর করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র পরিচালক (আইন) মোহা. আবদুল মজিদ।

ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৩৮তম বোর্ড সভায় কোম্পানিটির চেয়ারম্যান নির্বাচিত হন এ এস এম ওয়াহিদুজ্জামান। পরবর্তীতে কোম্পানির ২৪০তম বোর্ড সভায় চেয়ারম্যানের জন্য নির্ধারিত হারে মাসিক সম্মানীর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এই সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ৮ জুন।

ওই বোর্ড সভার সিদ্ধান্তের ভিত্তিতে গত ৬ জুলাই চেয়ারম্যানের জন্য মাসিক ২ লাখ টাকা সম্মানী নির্ধারণ করে একটি নোট অনুমোদন করা হয়। নোটে ‘উপযুক্ত কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী’ সম্মানী নির্ধারণ এবং ১ জুন ২০২৩ তারিখ থেকে এটি কার্যকর বলে উল্লেখ করা হয়।

বীমা কোম্পানিটির ভাইস চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মো. ইকবাল মাহমুদ ও কোম্পানি সেক্রেটারি (সিসি) সোহেল মাহামুদ ওই নোটে স্বাক্ষর করেছেন। একইসঙ্গে কোম্পানিটির পরিচালক মতিউর রহমানকে নোটের বিষয়টি অবহিত করতে অনুলিপি পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *