উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে বেঙ্গল ইসলামি লাইফের ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ
1 min read

উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে বেঙ্গল ইসলামি লাইফের ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ

নির্বাচিত সেলস ম্যানেজার (এসএম) এবং ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালা করেছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

গত ১২-১৪ মে ঢাকার উত্তরায় ব্র্যাক লার্নিং সেন্টারে “সেলস ম্যানেজমেন্ট এন্ড সুপারভাইজরি স্কিল ডেভেলপমেন্ট ফর মিড-লেভেল সেল্স এক্সিকিউটিভস” শীর্ষক এই আবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সেলস এন্ড সফট স্কিলস ট্রেইনার আল আমিন মোহাম্মদ, প্রতিষ্ঠাতা এবং সিইও নেক্সট লেভেল, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার কামরুল হাসান এবং বেঙ্গল ইসলামি লাইফের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ।

প্রশিক্ষণ শেষে সফলভাবে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বেঙ্গল ইসলামি লাইফের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ড. আহমেদ আল ওয়ালী।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন ব্রাঞ্চ সার্ভিসেস বিভাগের প্রধান ও ডিভিপি শাহাদাত হোসেন ভূইয়া।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন স্মার্ট প্রকল্প প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খান, ইসলামি প্রকল্প প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এলিগেন্ট প্রকল্প প্রধান মো. জসিম উদ্দিন এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *