1 min read

একচ্যুয়ারিয়াল মান নির্ধারণে আইডিআরএ’র নতুন কমিটি

৩১ আগস্ট আইডিআরএ’র পরিচালক বাংলাদেশের বীমা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং নীতি ও প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গঠন করেছে ‘একচ্যুয়ারিয়াল স্ট্যান্ডার্ড সেটিং কমিটি’।

(একচ্যুয়ারিয়াল ও এজেন্ট) রকিবুর রহমান খান (উপসচিব) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটি গঠনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক একচ্যুয়ারিয়াল মানদণ্ড ও প্র্যাকটিস পর্যালোচনা করে বাংলাদেশের প্রেক্ষাপটে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হবে। এই নীতিমালার মাধ্যমে প্রিমিয়াম নির্ধারণ, ঝুঁকি মূল্যায়ন, আর্থিক পূর্বাভাস এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা আরও সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। পাশাপাশি একচ্যুয়ারিয়াল খাতের পেশাজীবীদের জন্য স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করবে এ কমিটি। অনুমোদন সাপেক্ষে প্রস্তাবিত মানদণ্ড আইডিআরএ’র কার্যক্রমে যুক্ত হবে এবং বীমা খাতের সর্বস্তরে তা কার্যকর হবে।

নতুন কমিটির নেতৃত্বে থাকছেন আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বীমা কোম্পানির একচ্যুয়ারিয়াল বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অন্তর্ভুক্ত হয়েছেন। সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিত্ব থাকায় কমিটির কাজ হবে বাস্তবসম্মত, কার্যকর ও টেকসই। আইডিআরএ’র পরিচালক (একচ্যুয়ারিয়াল অ্যান্ড এজেন্ট) এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *