এহসানুল হক এফসিআইআই’র আত্মজীবনী ‘মাই লাইফ, মাই স্টোরি’
1 min read

এহসানুল হক এফসিআইআই’র আত্মজীবনী ‘মাই লাইফ, মাই স্টোরি’

 ‘মাই লাইফ, মাই স্টোরি’ নামে এবার আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন এ কে এম এহসানুল হক, এফসিআইআই। বইটিতে তিনি তুলে ধরেছেন তার বৈচিত্রময় জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা ও অভিজ্ঞতার চিত্র। এতে উঠে এসেছে তার ‘বায়োকেমিস্ট’ থেকে ‘বীমা বিশেষজ্ঞ’ হয়ে ওঠার গল্প।  

খেলা-ধুলা, সাংস্কৃতিক চর্চা, পেশাদারিত্ব, লেখালেখি, দেশ-বিদেশে ভ্রমন, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সবই উঠে এসেছে তার ‘মাই লাইফ, মাই স্টোরি’ বইটিতে। আত্মজীবনীমূলক বইটি তিনি উৎসর্গ করেছেন তাদের জন্য যারা জীবন সংগ্রামে এগিয়ে চলার পথে খুঁজে ফিরছেন অনুপ্রেরণা

এর আগে বীমার বিভিন্ন বিষয় নিয়ে ১৩টি বই প্রকাশ করেছেন রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশনের সাবেক এই পরিচালক। দেশ-বিদেশে তার বইগুলো বেশ সমাদৃত হয়েছে।

এ কে এম এহসানুল হকের প্রকাশিত অপর বইগুলোর মধ্যে রয়েছে-

> বেসিকস অব রিস্ক এন্ড ইন্স্যুরেন্স

> ফুটপ্রিন্টস অন রিস্ক ম্যানেজমেন্ট

> ইভোলিউশন অব ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স

> লায়াবিলিটি ইন্স্যুরেন্স ইন ডিফারেন্ট কালারস এন্ড শেডস

> প্রিন্সিপলস এন্ড প্র্যাকটিস অব মেরিন ইন্স্যুরেন্স

> প্রিন্সিপলস অব ইন্স্যুরেন্স

> ফান্ডামেন্টালস অব ইন্স্যুরেন্স

> গ্লোসারি অব ইন্স্যুরেন্স

> হ্যান্ড বুক অন নন-লাইফ ইন্স্যুরেন্স এন্ড রি-ইন্স্যুরেন্স

> ইন্স্যুরেন্স কেস ল’/কেস স্টাডিজ এন্ড স্ট্যাচুট লজ

> বীমা সমীক্ষা

> হ্যান্ড বুক অন ইন্স্যুরেন্স সার্ভে এন্ড ক্লেইমস

> হ্যান্ডি ফ্যাক্টস অব বাংলাদেশ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *