ওলিস সেমিনারে অংশ নিতে জাপান গিয়েছিলেন ট্রাস্ট লাইফের মুখ্য নির্বাহী গিয়াস উদ্দীন
1 min read

ওলিস সেমিনারে অংশ নিতে জাপান গিয়েছিলেন ট্রাস্ট লাইফের মুখ্য নির্বাহী গিয়াস উদ্দীন

জাপানের টোকিওতে স্বনামধন্য লার্নিং সেন্টার ‘ওলিস’ আয়োজিত স্প্রিং ২০২৪ সেমিনার অনুষ্ঠিত হয়েছে ২২ মে হতে ২৯ মে পর্যন্ত । এবারের সেমিনারের থিম ‘লাইফ ইন্স্যুরেন্স মার্কেটিং’ । বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইন্স্যুরেন্স সেক্টরের প্রতিনিধিগণ এই সেমিনারে যোগ দিবেন।

বাংলাদেশ থেকে এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য ২১ মে ঢাকা ছেড়েছেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন। ইতিপূর্বে তিনি ২০১৭ সালে দুই বার ওলিস এর আমন্ত্রনে জাপানে যান।

গিয়াস উদ্দীন বলেন, সেমিনারের থিম ‘Life Insurance Marketing’, যা আমাদের বীমা শিল্পের বিপণন খাতকে আরো প্রসারিত করতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। উক্ত সেমিনারে ‘Recent Life Insurance Sales in Bangladesh’ বিষয়ের উপর একটি সেশনে বিস্তারিত প্রেজেন্টেশন দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *