1 min read
কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের নতুন শাখা অফিস উদ্বোধন
কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন একটি শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) কোম্পানির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন মেট্রো প্রজেক্টের ইনচার্জ মো. ইমরান ও কক্সবাজার শাখার ইনচার্জ ও এএসএম মো. জসিম উদ্দিন।
সভায় বাছাইকৃত ১০০ জন উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।