কক্সবাজারে পপুলার লাইফের বার্ষিক সম্মেলন
ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের নিয়ে বার্ষিক সম্মেলন আয়োজন করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
আগামীকাল বুধবার (৬ মার্চ) কক্সবাজারের হোটেল সি প্যালেসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
প্রায় ৫ হাজার বীমা কর্মীর বর্ণাঢ্য এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।
কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী অনুষ্ঠানে সভাপতিত্বে করেছেন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বীমা কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
সম্মেলন আয়োজক কমিটি সূত্র জানিয়েছে, কক্সবাজারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বীমা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি টিম প্রস্তুত রাখা হয়েছে।
একইসাথে তাদের প্রয়োজনে স্বাস্থ্য সেবা দিতে একটি মেডিকেল টিমও নিয়োজিত করা হয়েছে।