কক্সবাজারে পপুলার লাইফের ৮ কোটি ৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর
চট্টগ্রাম অঞ্চলের বীমা গ্রাহকদের ৮ কোটি ৭ লাখ ৯ হাজার ৭০৭ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বুধবার (৬ মার্চ) কক্সবাজার হোটেল সী প্যালেসে আয়োজিত বার্ষিক সম্মেলনে ২ হাজার ৯২০টি চেকের মাধ্যমে এসব বীমা দাবি পরিশোধ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, কোম্পানির আইন উপদেষ্টা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক অতিরিক্ত এর্টনি জেনারেল মোহাম্মদ আলী, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টচার্য ও মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. নওশের আলী নাঈম, আলমগীর ফিরোজ, মো. আবু তাহের, মো. হাবিবুর রহমান ও ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, ডিএমডি বৃন্দ, প্রকল্প পরিচালক ও প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে প্রায় ২ হাজার কর্মকর্তা/কর্মী অংশগ্রহণ করেন।