কমিশন ও ইউএমপি বন্ধসহ মটর বীমা বাধ্যতামূলক করার দাবি নন-লাইফে
1 min read

কমিশন ও ইউএমপি বন্ধসহ মটর বীমা বাধ্যতামূলক করার দাবি নন-লাইফে

বুধবার (৪ সেপ্টেম্বর) নন-লাইফ বীমা খাতে কমিশন বন্ধ, মটর বীমা বাধ্যতামূলক করা, এনজিও কর্তৃক গ্রাহকদের বীমা সুবিধা প্রদান না করাসহ ইউএমপি (ইউনিফায়েড ম্যাসেজিং প্লাটফর্ম) বন্ধের দাবি উঠেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের মতবিনিময় সভায়।

নন-লাইফ বীমা খাতের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় করণীয় সম্পর্কে এই মতবিনিময় সভা আয়োজন করে বীমা মালিকদের সংগঠন বিআইএ। রাজধানীর নয়াপল্টনের বক্স কালভার্ট রোডে এসোসিয়েশনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও বিআইএ’র নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ এর প্রেসিডেন্ট মাহবুবুর রহমান বিশেষভাবে উপস্থিত ছিলেন।

বিআইএ’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বীমা খাতের উন্নয়নে পরবর্তী কর্মপন্থা সম্পর্কে সভায় অবহিত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ।

সভায় নন-লাইফ বীমা কোম্পানিগুলোর কমিশন বন্ধ, সাধারণ বীমা করপোরেশনের সাথে বিভিন্ন বীমা কোম্পানির অনিষ্পন্ন দাবি নিষ্পত্তি, মটর ইন্স্যুরেস বাধ্যতামূলককরণ, ইউএমপি বন্ধ, এনজিও কর্তৃক তার গ্রাহকদের বীমার সুবিধা প্রদান না করা, ট্যারিফ রেট, ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত জটিলতা নিরসন, বীমা কোম্পানি কর্তৃক সরকারী সম্পত্তি বীমা না করা এবং বীমার বাজার প্রসার ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সংক্রান্ত আলোচনায় বিভিন্ন নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালকরা অংশগ্রহণ করেন ও মূল্যবান মতামত প্রদান করেন।

সভায় বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য হোসেন আখতার, আবদুলাহ আল মাহমুদ মাহিন, ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হকসহ অন্যান্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আফতাব উল ইসলাম প্রমুখ বীমা খাতের চলমান সমস্যা নিরসনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *