করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন নিয়ে আইডিআরএ’র সেমিনার
1 min read

করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন নিয়ে আইডিআরএ’র সেমিনার

সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন নিয়ে সেমিনার আয়োজন করা হয়েছে, বীমা খাতের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে এ সেমিনার আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ সলীম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এবং কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. দলিল উদ্দিন।

সেমিনারে করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন উপস্থাপনা করবেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (নন-লাইফ, যুগ্ম সচিব) মোহাম্মদ খালেদ হোসেন। নির্ধারিত আলোচনা রাখবেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (লাইফ, যুগ্ম সচিব) ড. মো. আশরাফুজ্জামান; ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন একচ্যুয়ারি এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক এস এম ইব্রাহিম হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *