কোথায় বীমা করবেন ??
1 min read

কোথায় বীমা করবেন ??

জীবনের চলার পথে খারাপ-ভালো মিলিয়ে নানা সময় আসে। পর্যাপ্ত প্রস্তুতি আর আর্থিক সুরক্ষার ব্যবস্থা থাকলে দুঃসময় পাড়ি দেয়া যায় সহজেই। নির্ভরযোগ্য বীমায় নিয়মিত নির্দিষ্ট সঞ্চয়ে ভবিষ্যতে পূরণ হতে পারে আপনার বহুদিনের লালিত কোন স্বপ্ন!ভবিষ্যৎ অনিশ্চিত ও অজানা। যেকোন মুহুর্তেই ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত যে কোনো দুর্ঘটনা বা চোখের পলকেই হারিয়ে যেতে পারে আপনার প্রিয়জন।দেশে অনেক জীবন বীমা কোম্পানি রয়েছে। কোথায় বীমা করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে খোঁজ নিন, আপনি যে ধরনের বীমা করতে চাচ্ছেন, সেই ধরনের বীমা কোন কোম্পানি দিচ্ছে। যে কোম্পানি সকল প্রকার বীমাদাবী পরিশোধ করে সর্বোচ্চ দ্রুততম সময়ে ও প্রতিশ্রুত সময়ের মধ্যে বীমাদাবী পরিশোধ করে সে কোম্পানিতে করতে পারেন, সাধারণত কোম্পানির ওয়েবসাইটে তাদের বীমা পণ্য বা সেবার বর্ণনা দেওয়া থাকে। আপনি এ বিষয়ে কোম্পানির ‘আর্থিক সহযোগী’ কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারেন। তার পর খোঁজ নিন কোম্পানির সুনাম সম্পর্কে। বন্ধু বা সহকর্মীদের কাছে ওই কোম্পানি সম্পর্কে মতামত নিতে পারেন। কোম্পানিটি আগের বছরগুলোতে কী পরিমাণ বীমা দাবি পরিশোধ করেছে এবং কত সময়ের মধ্যে করেছে, সে ব্যাপারে খোঁজ নিন। এসব জেনে আপনি সিদ্ধান্ত নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *