ক্রেডিট কার্ড হোল্ডারদের সুরক্ষায় বীমা
যেকোন ব্যাংক বা লিজিং কোম্পানির ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য এক ধরণের বীমা পরিকল্প রয়েছে, যাকে বলা হয় ক্রেডিট শিল্ড (Credit Shield) । এই পরিকল্পের প্রধান আকর্ষণ-ই হচ্ছে বীমা অংকের দুই থেকে তিনগুন পর্যন্ত বীমা সুবিধা দেয়া হয়ে থাকে। প্রিমিয়াম খুবই সামান্য যাকে আমরা ক্রেডিট শিল্ড বলছি।
এই পরিকল্পের সুবিধা পাবেন ব্যাংক এবং ক্রেডিট কার্ডহোল্ডারের (বীমা গ্রাহক) নমিনী বীমা গ্রাহকের স্বাভাবিক অথবা দুর্ঘটনাজনিত মৃত্যুতে, এমনকি আংশিক কিংবা সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে শর্তানুযায়ী ও সুবিধা প্রদান করা হয়ে থাকে।
ক্রেডিট শিল্ডের গ্রাহক:
ক্রেডিট কার্ডহোল্ডার যাদের কার্ডে মাস শেষে Outstanding Amount বা বকেয়া থেকে যায়।
বীমা কাভারেজ কি বা কতো হবে:
এই পরিকল্পের বীমা কাভারেজ বা বীমা অংক বা বীমা সুবিধা হচ্ছে ক্রেডিট কার্ড যারা ব্যবহার করেন তাদের মাস শেষে কার্ডের বিপরীতে যে বকেয়া থেকে যায়।
প্রিমিয়াম (ক্রেডিট শিল্ড) প্রদান:
মাস শেষে কার্ডের বিপরীতে যে পরিমান বকেয়া থেকে যায় তা বীমা কোম্পানী কর্তৃক প্রদেয় প্রিমিয়াম রেটের সাথে হিসাব করে বীমা কোম্পানী কে ক্রেডিট শিল্ড যা প্রিমিয়াম হিসেবে দেওয়া হয়।
কারা এই বীমা গ্রহণ করতে পারেন (Eligibility):
১. সাধারণত ১৮ থেকে ৬৪ বছর বয়সের মধ্যে বিদ্যমান সকল ক্রেডিট কার্ডহোল্ডার ক্রেডিট শিল্ড থেকে সুবিধা পাওয়ার যোগ্য।
২. ক্রেডিট কার্ডহোল্ডারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে এই সুবিধাটি বন্ধ হয়ে যায়।
কিভাবে কাজ করে এবং কারা এর সুবিধা উপভোগী:
ব্যাংক বা লিজিং কোম্পানি যেকোন বীমা প্রতিষ্ঠানের সাথে আইনগত এবং লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়ে এই সুবিধা উপভোগ করতে পারবে। এক্ষেত্রে যেসকল কার্ডহোল্ডারের কার্ডে বকেয়া রেখে স্বাভাবিক অথবা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুবরণ করেন (আল্লাহ মাফ করুক) তাহলে বীমা কোম্পানি চুক্তির শর্তানুযায়ী ওই কার্ডহোল্ডারের বকেয়ার বিপরীতে বীমা সুবিধা বা বীমা দাবি সরাসরি বীমা কোম্পানি ব্যাংক বরাবর দিয়ে থাকে।
কোম্পানির কাছ থেকে বীমা দাবির অর্থ পাওয়ার পর ব্যাংক তাদের বকেয়া অর্থ রেখে নমিনীকে সুবিধা প্রদান করবে। এমনকি আংশিক কিংবা সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে শর্তানুযায়ী সুবিধা প্রদান করা হয়ে থাকে। তবে বীমা কোম্পানি ভেদে ক্রেডিট শিল্ড বীমা পরিকল্পের সুবিধা পরিবর্তন হতে পারে।
লেখক: ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও হেড অব একচ্যুয়ারিয়াল ডিপার্টমেন্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।