চার্টার্ড লাইফ-এর মৃত্যু বীমাদাবী চেক হস্তান্তর

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর হায়দার আলী এজেন্সী এর সম্মানীত বীমা গ্রাহক জনাব নাছির আহমেদ খান ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। চার্টার্ড লাইফ জনাব নাছির আহমেদ খান এর মৃত্যুতে মৃত্যুদাবী বাবদ ৩,৮২,৯০৯/- ( তিন লক্ষ বিরাষি হাজার নয়শত নয়) টাকার চেক তার স্ত্রী আমেনা বেগম এর হাতে তুলে দেন।
চেক হস্তান্তর করেন কোম্পানীর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ এমদাদ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীর পলিসি ওনার সার্ভিস এন্ড ক্ল্যাইমস ডিপার্টমেন্ট এর প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ কামরুজ্জামান
আরো উপস্থিত ছিলেন কোম্পানীর ঢাকা সেলস এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট জনাব মীর কাদিম সেতু।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ দ্রুততার সঙ্গে তার সম্মানীত সকল বীমা গ্রাহককে সকল ধরণের বীমা সুবিধা প্রদানে সবসময় অঙ্গিকারাবদ্ধ।
