চীনে বন্যায় ১.৩৭ বিলিয়ন ডলার বীমা দাবি
চীনের রাজধানী বেইজিং এবং আশপাশের অন্তত ১৬টি অঞ্চলে গত কয়েকদিনের ভারী বর্ষণে প্রবল বন্যার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৬ জন। দেশটির আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
চীনের সরকারি সংস্থা ন্যাশনাল এডমিনিস্ট্রেশন অব ফাইনান্সিয়াল রেগুলেশন বলছে, দেশের ১৬টি অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা এবং ভূতাত্ত্বিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে বিপুল সংখ্যক বীমা দাবি পেয়েছে বীমা কোম্পানিগুলো।
সংবাদ সংস্থা জিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এই বন্যায় দেশটির বীমা কোম্পানিগুলো কাছে এখন পর্যন্ত ২ লাখ ৬০ হাজার বীমা দাবি উত্থাপন হয়েছে। এসব বীমা দাবির আনুমানিক ক্ষতির পরিমাণ ৯.৭৮ বিলিয়ন ইউয়ান বা ১.৩৭ বিলিয়ন মার্কিন ডলার।
এরইমধ্যে বীমা কোম্পানিগুলো এক লাখ ১৪ হাজার বীমা দাবির বিপরীতে মোট ১.৪৫ বিলিয়ন ইউয়ান তথা ০.২০৩ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা জিনহুয়া।
দেশের এই পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে বীমা কোম্পানিগুলোকে নির্ভুল ভবিষ্যদ্বাণী, কঠিন প্রস্তুতি, মসৃণ যোগাযোগ, সহজ পদ্ধতি, দ্রুত অর্থপ্রদান এবং বিশেষ পরিষেবার মাধ্যমে গ্রাহকদের দক্ষ পরিষেবা প্রদানের নির্দেশ দিয়েছে। (সূত্র: এআইআর)