জীবন বীমার গুরুত্ব
জীবন বীমার গুরুত্ব অপরিসীম। এ বীমা ব্যক্তি ও পারিবারিক জীবনেই শুধু গুরুত্ব বহন করে না, অর্থনৈতিক ও সামাজিক জীবনেও জীবন বীমা গুরুত্ব পূর্ণ অবদান রাখে।
নিম্নে জীবন বীমার গুরুত্ব বর্ণনা করা হলাে
ব্যক্তি ও পারিবারিক জীবনে জীবন বীমার গুরুত্ব
১. মৃত্যুজনিত ক্ষতি ও দুঃখ-দুর্দশা লাঘব
কোন উপার্যনকারী ব্যক্তির হঠাৎ মৃত্যু হলে পরিবারে অর্থনৈতিক ধস নেমে আসে, সংসার পরিচালনায় রিতিমত হিমসিম খেতে হয়। সেক্ষেত্রে জীবন বীমা এক বিশ্বস্ত বন্ধু হিসেবে কাজ করে। জীবন বীমা আর্থিক নিশ্চয়তা প্রদান করে। ফলে আর্থিক কষ্ট লাঘব হয়।
২. বৃদ্ধ বয়সের অবলম্বন
বার্ধক্য হয়ে গেলে মানুষ কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তখন চিকিৎসা, সংসার চালানর অর্থ থাকে না, ফলে আর্থিক কষ্ট ভােগ করতে হয় অনেকের। সেক্ষেত্রে জীবন বীমা অবসর সময়ে আর্থিক নিশ্চয়তা প্রদান করে।
৩.উপার্জন বন্ধজনিত কষ্ট লাঘব
অনেক কারণে হঠাৎ করে উপার্জন বন্ধ হতে পারে। যেমনঃ হারান, দূরারােগ্যব্যধি, পঙ্গুত্ব, প্রর্ভতি কারণে উপার্জন বন্ধ হতে পারে। জীবন বীমা এক্ষেত্রে আর্থিক নিশ্চয়তা প্রদান করতে পারে।
৪. ঋণ পরিশােধ
মানুষ বিবিধ কারণে ঋণ গ্রস্থ হয়ে পড়ে। জীবন বীমা ঋণ পরিশােধে সহায়তা করে, এমনকি নতুন ঋণ মঞ্জুর করে থাকে।
৫. সঞ্চয়ে উৎসাহী করে
বীমাকারী জীবন বীমার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বীমা গ্রহীতার নিকট থেকে নির্দিষ্ট হারে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম গ্রহণ করে থাকে। এ প্রিমিয়াম প্রদান করার জন্য বীমা গ্রহীতাদেরকে সঞ্চয় করতে হয়। এভাবে সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠে। মেয়াদ শেষে মােটা অংকের টাকা একত্রে পায় যা দ্বারা লাভজনক প্রকল্পে বিনিয়োেগও করতে পারে।
৬. ব্যক্তিগত সমৃদ্ধি
জীবন বীমার মেয়াদ শেষে প্রত্যেক বীমা গ্রহীতা বড় অংকের টাকা একত্রে পায়। এ টাকা বিভিন্ন ভাবে বিনিয়ােগ করে অর্থনেতিক সমৃদ্ধি লাভ করতে পারে।
৭. মানসিক প্রশান্তি
জীবন বীমা করার ফলে মানুষ অর্থনৈতিক দুশ্চিন্তা মুক্ত থাকে। মানসিক ভাবে প্রশান্তি লাভ করে। কোন ধরনের আর্থিক কষ্টে পড়তে হবেনা বলে ভাবনাহীন জীবন যাপন করতে পারে।
৮. আয় কর রেয়াত লাভ
জীবন বীমার প্রিমিয়ামের টাকা আয়কর মুক্ত থাকে বলে বীমা গ্রহীতা আয়কর রেয়াত সুবিধা ভােগ করে।
৯.বীমাকারী প্রতিষ্ঠানের সমৃদ্ধি
উন্নতি লাভে জীবন বীমার গুরুত্ব ও জীবন বীমা জনপ্রিয়তা লাভ করায় বীমাকারী প্রতিষ্ঠান অধিক সংখ্যক বীমা গ্রহীতা সংগ্রহ করতে সক্ষম হয়। তাদের দাবী মিটানাের পর প্রচুর অর্থ লাভ থাকে বিধায় তারা লাভজনক ব্যবসায়ে বিনিয়ােগ করে আরাে লাভবান হতে পারে। আবার জীবন বীমার দাবী সাধারণত বেশী সময় পর হয়ে থাকে। ফলে বীমাকারীগণ জীবন বীমা থেকে প্রাপ্ত প্রিমিয়াম বাবদ টাকা দীর্ঘ মেয়াদী বিনিয়ােগে ব্যবহার করে লাভবান হতে পারে।
অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে জীবন বিমার গুরুত্ব
জীবন বীমা শুধু ব্যক্তিগত ও পারিবারিক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।
নিম্নে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে জীবন বীমার গুরুত্ব বর্ণনা করা হলােঃ
১. অর্থ ভান্ডার সৃষ্টি করে
বিপুল সংখ্যক বীমা গ্রহীতা জীবন বীমা গ্রহণ করে বিধায় তাদের নিকট থেকে প্রচুর অর্থ পাওয়া যায় যা দিয়ে লাভজনক প্রকল্পে বিনিয়ােগ করা যায়। ফলে মূলধন গঠন হয়ও দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ
২. শিল্প ক্ষেত্রে অবদান
যেহেতু জীবন বীমার মাধ্যমে প্রচুর মূলধন গঠন হয়, তাই সে মূলধন দিয়ে শিল্পে বিনিয়ােগ করে শিল্পের প্রসার ও উন্নতি করা সম্ভব হয়। এতে দেশের শিল্প উৎপাদন বৃদ্ধি হয়।
৩. কর্মসংস্থান সৃষ্টি
জীবন বীমার প্রসারের সাথে সাথে বীমা কোম্পানীতে প্রচুর লােক চাকুরী সুবিধা পায়। আর বীমা প্রতিষ্ঠান বিভিন্ন উৎপাদন মুখী প্রকল্পে বিনিয়ােগের ফলে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়, যা দেশের বেকারত্ব কমাতে সহায়ক ভূমিকা পালন করে।
৪. সরকারী আয় বৃদ্ধি
জীবন বীমা প্রসারের ফলে বীমা কোম্পানী থেকে সরকার প্রচুর আয়কর আদায় করতে পারে। আবার বীমার সংগৃহীত অর্থ বিনিয়ােগ করার ফলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় সেখান থেকে সরকার রাজস্ব আদায় করে। তাই জীবন বীমা সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
৫. সামাজিক নিরাপত্তা
জীবন বীমার ফলে কোন লােকের মৃত্যুতে বেকারত্ব বা কর্মক্ষমতা হারালে বীমা আর্থিক ভাবে সাহায্য করে থাকে। এর ফলে যেমন পারিবারিক শান্তি শৃক্মখলা বজায় থাকে তেমনি সামাজিক শান্তি শৃক্মখলাও অটুট থাকে।
৬. প্রতিরক্ষা ক্ষেত্রে
সরকার প্রয়ােজনে জীবন বীমা কোম্পানী থেকে ঋণ গ্রহণ করে তা প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহার করতে পারে। যা দেশ ও জাতির জন্য বড় উপকারে আসতে পারে।
৭. মূদ্রাস্ফীতি রােধ করে
জীবন বীমার প্রিমিয়াম দিতে হয় ফলে সঞ্চয় করতে হয়। এর ফলে ভােগ কমে যায় ও বাজারে অহেতুক মুদ্রার প্রবেশ ঘটে না। যা মূদ্রাস্ফীতি রােধে অনেক সহায়ক ভূমিকা পালন করে। উপরিউক্ত আলােচনা থেকে দেখা গেল যে জীবন বীমা শুধুমাত্র মানুষের জীবনের ঝুঁকিই কমায় না ইহা বীমা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।