1 min read
জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা ও কর্মী প্রশিক্ষণ
বুধবার (৭ ফেব্রুয়ারি) ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উন্নয়ন সভা ও কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর পল্টন টাওয়ারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
সভার সভাপতিত্ব করেন উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তোফাজ্জেল হোসাইন মানিক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সকল সংগঠন প্রধান ও সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা। সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা সকল কর্মকর্তাকে ২০২৪ সালের লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।