1 min read

জেনিথ ইসলামী লাইফের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে এ সভা আয়োজন করা হয়।

সভায় কোম্পানির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী, ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, পরিচালক জামিল আনসারী, মো. ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক মো. গোলাম নবী এফসিএ, কোম্পানির শুভানুধ্যায়ী এ কে এম বদিউল আলম, সামছুল আলম, শেয়ারহোল্ডারবৃন্দ,  কোম্পানি সচিব, সিএফও ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন সম্মানিত শেয়ারহোল্ডার মো. আমিনুল ইসলাম। দোয়া মোনাজাত করেন সম্মানিত শেয়ারহোল্ডার এ এস এম তৌহিদ।

শেয়ারহোল্ডারদের পক্ষ হতে বক্তব্য রাখেন কিবরিয়া, মো জাকির হোসেন ও মো. জিয়াউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন শুভানুধ্যায়ী সামছুল আলম, ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

কোম্পানির অগ্রযাত্রায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে ও সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন কোম্পানির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *