1 min read

জেনিথ ইসলামী লাইফে আবারো চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী, ভাইস-চেয়ারম্যান এনায়েত উল্লাহ

 জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদে সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এবং ভাইস চেয়ারম্যান পদে এ টি এম এনায়েত উল্লাহ পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর)) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কোম্পানির পরিচালনা পর্ষদের ৬৫তম সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাদের পুনর্নির্বাচিত করা হয়।

সভা শেষে তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানান কোম্পানির পরিচালকবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ। এছাড়াও বাংলাদেশ সরকারের সিআইপি নির্বাচিত হওয়ায় কোম্পানির শুভানুধ্যায়ী এ কে এম বদিউল আলম ও পরিচালক পদে নিয়োগ পাওয়ায় মো. ছায়েদুর রহমানকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বীমা কোম্পানিটি জানিয়েছে, নোয়াখালীর কৃতি সন্তান ফরিদুন্নাহার লাইলী একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামছুন্নাহার হলের দুই বারের নির্বাচিত সহসভাপতি। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং এ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ সেকশনের ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নোয়াখালীর আরেক কৃতি সন্তান এ টি এম এনায়েত উল্লাহ দেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখে চলেছেন। তার পৃষ্ঠপোষকতা ও সমর্থনে গড়ে উঠেছে শতভাগ রপ্তানীমুখী তৈরী পোশাক শিল্প, ফুড ও বীমা প্রতিষ্ঠানসহ অসংখ্য প্রতিষ্ঠান। তিনি কৃতিত্বের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৮০ সালে স্নাতোকত্তোর ডিগ্রী অর্জন করেন।

এ টি এম এনায়েত উল্লাহ ওশেন ফ্যাশন লি., ইন্ট্রামেক্স লি., টেক্স-এইড লি., ওশেন ট্রাউসার্জস লি., ওশেন এমব্রয়ডারি লি., ইনট্রামেক্স ফ্যাশনস লি., ইনট্রামেক্স সোয়েটার লি., ইনট্রামেক্স নিটও্য়্যার লি., ইনট্রামেক্স টেক্সটাইল লি., ইনট্রামেক্স অ্যাপারেলস লি. এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *