জেনিথ ইসলামী লাইফ ফরিদপুরে দেড় লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করল
বৃহস্পতিবার (৯ মে) ফরিদপুরের আলফাডাঙ্গায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা গ্রাহক সাহিদুর রহমান মাত্র ৩৯ হাজার টাকা প্রিমিয়াম জমা করে মৃত্যুবরণ করেন।
তার স্ত্রী ও পলিসির নমিনী পারুল বেগমের নিকট মৃত্যুদাবির ১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি হিসেবে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান মৃত্যুদাবির চেকটি হস্তান্তর করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. দেলোয়ার হোসেন, ৪নং চাপুলিয়া ইউনিয়ন পরিষদ মেম্বার আবুল কালাম আজাদ, সিনিয়র ডিএমডি মো. জাহাঙ্গীর আলম, জিএম (উন্নয়ন) সাফিকুর রহমান, এজিএম মিতা বেগম।
সভার সভাপতিত্ব করেন জিএম (উন্নয়ন) মো. হারুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার জান্নাত আরা জেবা। সভায় প্রায় অর্ধশতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।