জেনিথ লাইফের বার্ষিক সম্মেলনে ৩২ বীমা কর্মী পুরস্কৃত
ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনকারী ৩২ বীমা কর্মীকে বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কৃত করেছে জেনিথ ইসলামী লাইফ। শনিবার (৭ অক্টোবর) কক্সবাজারে হোটেল সী-প্যালেসে কোম্পানিটির বার্ষিক সম্মেলনে বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা কোম্পানিটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন, জসিম উদ্দিন (এফএ), আরিফুল ইসলাম (এফএ), হাসান মিয়া (এফএ), ফরিদা ইয়াসমিন (এফএ), আমিনুল ইসলাম (এফএ), দিদার হোসেন (ইউএম), সালা উদ্দিন (ইউএম), বকুল হোসেন (ইউএম), শরিফুল ইসলাম (ইউএম), আবু সাইদ আরাফাত (ইউএম);
জাহিদুল ইসলাম সুমন (বিএম), আকলিমা আক্তার (বিএম), আইয়ুব আলী (বিএম), সালমা আক্তার (বিএম), জাহিদুল ইসলাম (এজিএম), ফারজানা আক্তার (এজিএম), আবদুস সালাম (ডিজিএম), ইবাদুল ইসলাম (ডিজিএম), আবুল বাশার (ডিজিএম), হাফিজুর রহমান (জিএম) এবং জিয়াউর রহমান (সিনিয়র জিএম) ।
এ ছাড়াও বিমান টিকেট প্রাপ্ত ১১ বীমা কর্মীর মধ্যে রয়েছেন- নাছিমা আক্তার (এফএ), সানজিদা আক্তার (এফএ), জসিম উদ্দিন (এফএ), সালা উদ্দিন (ইউএম), তানজিনা আক্তার (ইউএম), বকুল হোসেন (ইউএম);
আকলিমা আক্তার (বিএম), জাহিদুল ইসলাম সুমন (বিএম), ফারজানা আক্তার (এজিএম), আবুল বাশার (ডিজিএম) এবং সাইফুল ইসলাম (সিনিয়র জিএম) ।