জেনিথ লাইফে বীমা, শিক্ষার্থীর মৃত্যুদাবির ২ লাখ টাকার চেক গ্রহণ করলেন রাবি ভিসি
1 min read

জেনিথ লাইফে বীমা, শিক্ষার্থীর মৃত্যুদাবির ২ লাখ টাকার চেক গ্রহণ করলেন রাবি ভিসি

সোমবার (২০ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)’র উপাচার্যের কাছে শিক্ষার্থীর মৃত্যুদাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

উপাচার্য (ভিসি) প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের কার্যালয়ে তার হাতে চেকটি হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. ওবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. তারিকুল হাসান, উপ-রেজিস্ট্রার আবু মো. তারেক এবং জেনিথ ইসলামী লাইফের গ্রুপ বীমা প্রধান মো. আনোয়ার হোসেন সরকার উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এমএস দ্বিতীয় সেমিস্টারের নিয়মিত শিক্ষার্থী মো. শাকিনুর রহমানের আকষ্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সাথে চলমান বীমা চুক্তি মোতাবেক ২ লাখ টাকার চেক প্রদান করে জেনিথ ইসলামী লাইফ।

জানা যায়, গত ৬ মে ২০২৪ তারিখে সাপের কামড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এই শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আবু মো. তারেক জানান, এ নিয়ে মোট ৫ জন ছাত্রের মৃত্যুদাবির চেক প্রদান করল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। বীমা কোম্পানিটির কাছে আমাদের কোন ছাত্রের মৃত্যুদাবি পেন্ডিং নাই।

এ সময় জেনিথ ইসলামী লাইফের সেবায় সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *