ট্রাস্ট ইসলামী লাইফ গ্রাহকদের জন্য বোনাস ঘোষণা করেছে
রোববার (২৯ অক্টোবর) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ৫৫তম বোর্ড সভায় পলিসি বোনাস ঘোষণা করা হয়।
প্রথমবারের মতো গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করেছে বেসরকারি খাতের লাইফ বীমা কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ। কোম্পানির ২০২২ সালের ভ্যালুয়েশনে একচ্যুয়ারির সুপারিশ অনুযায়ী প্রতি হাজারে ২০ টাকা পলিসি বোনাস ঘোষণা করা হয়েছে।
একইসঙ্গে আগামীতে এই পলিসি বোনাস আরো সন্তোষজনকভাবে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, ভবিষ্যতে কোম্পানির গ্রাহকদের জন্য এর চেয়েও ভালো কিছু আসবে। প্রতি বছরই আমাদের পলিসি বোনাস বৃদ্ধি পাবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা সবসময় গ্রাহকের বিশ্বাস অটুট রেখে আসছি। গ্রাহকরা যাতে সবসময় সন্তুষ্ট থাকেন এই চেষ্টা-ই আমরা করছি। এই ধারাবাহিকায় গ্রাহকদের জন্য এই পলিসি বোনাস ঘোষণা করা হয়েছে।