ট্রাস্ট লাইফের আগস্ট মাসের ব্যবসায়িক সাফল্য উদযাপন
1 min read

ট্রাস্ট লাইফের আগস্ট মাসের ব্যবসায়িক সাফল্য উদযাপন

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আগস্ট মাসের ব্যবসায়িক সাফল্য উদযাপন করে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর নয়া পল্টনের একটি ক্লাবে অনুষ্ঠানটি করে কোম্পানিটি।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠান বাস্তবায়ন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন।

ইভেন্ট চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিএমডি এ.কে.এম পারভেজ সাজ্জাদ, মো. জাকির হোসেন এবং মোহাম্মদ নুর-ই-আলম। এসময় ডিএমডি পর্যায়ে ব্যবসা করা প্রথম তিনজন যথাক্রমে মো. শাহ আলম, মো. মিজানুর রহমান এবং এম এ সাত্তার-কে মেডেল পরিয়ে দেন প্রধান অতিথি।

প্রধান অতিথি বলেন, আমরা আশা করছি আগামী মাসে দ্বিগুন ব্যবসা অর্জন করে, ভবিষ্যতে ধারাবাহিক ভাবে ব্যবসায়িক সাফল্য অর্জনে আনন্দ উদযাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *