ডেল্টা লাইফের ৩০ শতাংশ করে লভ্যাংশ অনুমোদন
1 min read

ডেল্টা লাইফের ৩০ শতাংশ করে লভ্যাংশ অনুমোদন

২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ করে মোট ৯০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

কোম্পানির ৩৪, ৩৫ ও ৩৬তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।

মহামান্য সুপ্রিমকোর্টের আপীল বিভাগের আদেশের বলে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী উক্ত এজিএম সমূহে সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, এমপি ও পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম. কামাল সহ পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ পর্যবেক্ষক হিসাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এডিশনাল সেক্রেটারি আজিমুদ্দীন বিশ্বাস, এন.ডি.সি এবং বহি. নিরীক্ষক, এসইসি’র প্রতিনিধি, ডিএসই ও সিএসই’র প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তা ও শেয়ার হোল্ডারবৃন্দ উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *