নারী দিবসে ন্যাশনাল লাইফের ৮ নারী কর্মীকে সংবর্ধনা
1 min read

নারী দিবসে ন্যাশনাল লাইফের ৮ নারী কর্মীকে সংবর্ধনা

আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল পর্যায়ের ৮ নারী কর্মীকে সংবর্ধনা প্রদান করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। শুক্রবার (৮ মার্চ) কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় নরসিংদী এলাকার তৃণমূল পর্যায়ের সফল ৮ নারী কর্মীকে এ সংবর্ধনা দেয়া হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন সংবর্ধিত নারী কর্মীদের গোল্ড মেডেল পরিয়ে দেন। অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত ট্রেইনার চন্দ্রানী সরকার, কোম্পানির অরিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম পাটোয়ারী, এসইভিপি মো. এনামুল হক, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন, নরসিংদীর এরিয়া প্রধান ওমর ফারুক বক্তব্য রাখেন।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, নারীর অনুপ্রেরণা ও সহযোগীতা ছাড়া পৃথিবীর কেউ সফল হতে পারেনি। নারীরা সকল কাজের প্রেরণাদায়ক। কর্মের মাধ্যমে নারীরা এখন পুরুষদের চেয়েও এগিয়ে। তিনি ন্যাশনাল লাইফের নারী কর্মীদের বীমার মাধ্যমে জনসেবায় আরো মনোযোগী হওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *