নৌ-বিমার প্রকারভেদ
বিষয়বস্তু অনুযায়ী নৌ-বিমাকে ৪ ভাগে ভাগ করা যায়।
১। জাহাজ বিমা: জাহাজের নামে জাহাজ কর্তৃপক্ষ বিমা করলে তাকে জাহাজ বিমা বলা হয়। জাহাজের কোন ক্ষতি হলে বিমা কোম্পানি তা পূরণ করে দেয়।
২। পণ্য বিমা: জাহাজস্থিত পণ্যের জন্য পণ্যের মালিক যে বিমাচুক্তি সম্পাদন করে তাকে পণ্য বিমা বলা হয়।
৩। মাশুল বা জাহাজ ভাড়া বিমা: পণ্যের মালিক জাহাজ কর্তৃপক্ষ কে পণ্য অক্ষত অবস্থায় পৌঁছে দেওয়ার বিনিময়ে ভাড়া প্রদান করে থাকে। পণ্য সঠিকভাবে পৌঁছে দিতে না পারলে পণ্যের মালিক উপযুক্ত ভাড়া দিতে চায় না। তাই ভাড়াপ্রাপ্তির অনিশ্চয়তার জন্য জাহাজ কর্তৃপক্ষ যে বিমাচুক্তি করে তাকে মাশুল বা ভারা বিমা বলা হয়।
৪। নৌ-দায় বিমা: জাহাজ কর্তৃপক্ষের সৃষ্ট দায় প্রিমিয়ামের বিনিময়ে বিমা কোমপানি গ্রহন করলে তাকে নৌ-দায় বিমা বলা হয়। জাহাজের কোন শ্রমিক দ্বারা পণ্যের কোন ক্ষতি হলে, জাহাজের কোন শ্রমিকের কোন ক্ষতি হলে অথবা জাহাজের ধাক্কায় অন্য কোন জাহাজ বা কার ও ক্ষতি হলে এ দায় জাহাজ কোম্পানীর। তবে নৌ দায় বিমা করা বিমা কোমপানি ক্ষতিপূরণ করে দেয়।