ন্যাশনাল লাইফের ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন
১০ সেপ্টেম্বর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের কাছ থেকে ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন। আইসিএবি’র প্রেসিডেন্ট মো. ফোরকান উদ্দিন এফসিএ এবং জুরী বোর্ডের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এফসিএ।
দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবি বাংলাদেশে পেশাজীবী হিসাববিদদের জাতীয় সংস্থা। ২০২৩ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আইসিএবি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে।
উল্লেখ্য, দেশের জীবন বীমা সেক্টরে একমাত্র ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দ্বিতীয় বারের মতো মর্যাদাশীল এই অ্যাওয়ার্ড অর্জন করলো।