ন্যাশনাল লাইফের ৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ
মঙ্গলবার (২ জানুয়ারি) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সিলেটে ৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।
বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ বাংলাদেশে বেসরকারী খাতে জীবন বীমা শিল্পের পথ প্রদর্শক। ন্যাশনাল লাইফকে অনুসরণ করে এখাতের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। ন্যাশনাল লাইফ গ্রাহকের স্বার্থ রক্ষায় অগ্রাধিকার দিয়ে থাকে ও সময়মত বীমা দাবি পরিশোধ করে। এজন্য ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। যার ফলশ্রুতিতে সারা দেশে ন্যাশনাল লাইফের ব্যবসা বাড়ছে।
ন্যাশনাল লাইফের সিলেট এরিয়া প্রধান জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বি-বাড়ীয়া ও বৃহত্তর সিলেটের উন্নয়ন প্রধান মফিজুল ইসলাম, জনবীমা সিলেট এরিয়া প্রধান মোস্তফা জামান খান, বিয়ানীবাজার এরিয়া প্রধান নির্মলেন্দু বাড়ৈ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।