পথচারীদের মাঝে কর্ণফুলী ইন্স্যুরেন্সের বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ
মঙ্গলবার (৩০ এপ্রিল) তীব্র তাপদাহ ও গরমের হাত থেকে কিছুটা স্বস্তি দেয়ার লক্ষ্যে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স। মতিঝিলস্থ বীমা কোম্পানিটির নিজস্ব ভবন মেঘনা-কর্ণফুলী বীমা ভবনের সামনে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) । এ সময় কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এ এন এম ফজলুল করিম মুন্সী এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার বর্তমানে তীব্র গরমের কারণে দেশে হিট এলার্ট জারি করেছে। চিকিৎসকরা বিশুদ্ধ খাবার পানি পান করা ও স্যালাইন খাওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করছেন। সেই আলোকে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই কার্যক্রম গ্রহণ করে।