পরিচ্ছন্ন কর্মীদের জন্য বীমা চালুর বিষয়ে আইডিআরএ’র কর্মশালা
1 min read

পরিচ্ছন্ন কর্মীদের জন্য বীমা চালুর বিষয়ে আইডিআরএ’র কর্মশালা

সিটি করপোরেশন ও পৌরসভার স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা কাযে নিয়োজিত কর্মীদের জন্য বীমা সুবিধা চালুর বিষয়ে কর্মশালা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।  প্রাক্টিক্যাল এ্যাকশন এর সহযোগিতায় বৃহস্পতিবার (৭ মার্চ) কর্তৃপক্ষের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ অয়নুল বারী। বিশেষ অতিথি  ছিলেন সচিব (অব.) ড. মাহফুজুল হক এবং প্রাক্টিক্যাল এ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ড. শওকত এ বেগম।

এছাড়া কর্তৃপক্ষের সকল সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক, মহাপরিদর্শক, কারখানা পরিদর্শন অধিদপ্তর; প্রাক্টিক্যাল এ্যাকশন এর প্রতিনিধিগণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি; ব্যবস্থাপনা পরিচালক, জীবন বীমা করপোরেশন; মেটলাইফ, ন্যাশনাল লাইফ, ডেল্ডা লাইফ, প্রগতি লাইফ, গার্ডিয়ান লাইফ, বিশ্ব ব্যাংক (বাংলাদেশ কার্যালয়), এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (বাংলাদেশ কার্যালয়);

ওয়াটার এইড বাংলাদেশ, সিডব্লিউআইএসএফএসএম, গ্লোবাল ওয়াটার এ্যান্ড স্যানিটেশন সেন্টার, এনিজিও ফোরাম ফর পাবলিক হেলথ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি, ম্যাপ, ইউসিএলজি, সাজিদা ফাউন্ডেশন, ইউএনডিপি বাংলাদেশ এবং ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব)  ড. মো. আশরাফুজ্জামান। এ বিষয়ে কনসেপ্ট পেপার উপস্থাপন করেন উত্তম কুমার সাহা।

তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের বীমার আওভায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য মূলত এসব অবহেলিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক মর্যাদা প্রদান, কাজের অনুকূল পরিবেশের ব্যবস্থা করা। এসডিজি গোল ৬, ৮, ১৯ পূরণের ক্ষেত্রে এ উদ্যোগ বিশেষ ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করা হয়।

এছাড়াও তিনি বিভিন্ন সংস্থা, বীমা কোম্পানি এবং আইডিআরএ এর সমন্বয়ে বিভিন্ন ধরণের পরিচ্ছন্নতা কর্মীর জন্য কিভাবে আর্থিক নিরাপত্তা বিধান করা যায়, সে বিষয়ে অবহিত করেন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পৌরসভা ও সিটি কর্পোরেশনের দায়িত্বের কথা উল্লেখ করেন।

এসময় স্বাস্থ্য নিরাপত্তা ভিম ও সোস্যাল সিকিউরিটি স্কিম পরিচালনার মাধ্যমে এ উদ্যোগের পরীক্ষামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য যুগোপযোগী এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং তিনি এ মহৎ উদ্যোগে নিয়ন্ত্রণ সংস্থার সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন যে, ঝুঁকি নিরসনে দেশের অধিকাংশ মানুষকে বীমার আওতায় আনাই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের বীমার আওতায় আনয়নের ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের ভূমিকা গুরুবপূর্ণ। এক্ষেত্রে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বীমা কোম্পানিসমূহ ও অন্যান্য সিভিল সোসাইটির সংস্থার সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *