
পেনশন বীমা গ্রহণ ন্যাশনাল লাইফের খাগড়াছড়ি জোনে যত্নেশ্বর ত্রিপুরার

কর্মজীবন থেকে যখন অবসরে যাবে সেই অবসর জীবনকে আর্থিক চিন্তামুক্ত রাখার জন্য দেশের শীর্ষতম জীবন বীমা কোম্পানী ন্যাশনাল লাইফে পেনশন বীমা গ্রহণ করেছেন খাগড়াছড়ির পাহাড়ি বাঙালি ব্যবসায়ী বাবু যত্নেশ্বর ত্রিপুরা। তিনি বার্ষিক ৭,৫০,০০০ টাকার প্রিমিয়ামের একটি পলিসি গ্রহন করেন।
আজ ন্যাশনাল লাইফের খাগড়াছড়ি জোনাল অফিসে জোন প্রধান মোঃ ইসমাইল হোসেন সবুজ গ্রাহক যত্নেশ্বর ত্রিপুরার প্রতিনিধি মোস্তফা কামাল সবুজের নিকট উক্ত বীমা পলিসির ডকুমেন্ট হস্তান্তর করেন।
বাবু যত্নেশ্বর ত্রিপুরা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ঠিকাদারী ব্যবসাসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। অবসর জীবনকে আর্থিক চিন্তামুক্ত রাখার লক্ষে পাহাড়ি অঞ্চলে যত্নেশ্বর ত্রিপুরার মতো অনেকেই ন্যাশনাল লাইফের পেনশন পলিসি গ্রহণ করে ।