প্রগতি লাইফের ইন্স্যুরটেক রেগুলেটরি স্যান্ডবক্স বিষয়ে লাইফ বীমায় প্রথম চুক্তি
1 min read

প্রগতি লাইফের ইন্স্যুরটেক রেগুলেটরি স্যান্ডবক্স বিষয়ে লাইফ বীমায় প্রথম চুক্তি

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দেশের জীবন বীমা কোম্পানিসমূহের মধ্যে ইন্স্যুরটেক রেগুলেটরি স্যান্ডবক্স নীতিমালা অনুসারে প্রথম চুক্তি সম্পন্ন করেছে। 

আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জালালুল আজিম এবং ইন্সটাস্যুয়র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাফেল কবির। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চন্দ্র শেখর দাস, এফসিএ এবং হেড অব এডিসি সাজেদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সমঝোতা স্মারকের অধীনে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্সটাস্যুয়র লিমিটেড উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে নতুন বীমা পণ্য বিপণনের জন্য একসাথে কাজ করবে। এর ফলে সাধারণ মানুষের জন্য বীমা পন্য আরও সহজলভ্য এবং সাশ্রয়ী হবে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম বলেন, বাংলাদেশে প্রথম জীবন বীমা কোম্পানি হিসেবে ইন্স্যুরটেক রেগুলেটরি স্যান্ডবক্সের অধীনে একটি ইন্স্যুরটেক কোম্পানির সাথে সংযুক্ত হতে পেরে আমরা আনন্দিত। 

এই চুক্তির ফলে, ইন্সটাস্যুয়র এর প্রযুক্তিগত দক্ষতাকে ব্যবহার করে আমাদের নতুন এবং উদ্ভাবনী বীমা পণ্যসমূহ আরও সহজ ও দ্রুততার সাথে গ্রাহকের নিকট পৌছে দিতে পারব। 

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য- বাংলাদেশের সকল মানুষের জন্য বীমাকে আরও সাশ্রয়ী এবং সহজলভ্য করা। এই চুক্তির ফলে তা দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *