প্রতিষ্ঠার ১২তম বছরে জেনিথ ইসলামী লাইফ
1 min read

প্রতিষ্ঠার ১২তম বছরে জেনিথ ইসলামী লাইফ

১২ বছরে পদার্পণ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সফলতার সাথে ১১ বছর অতিক্রম উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে উদযাপন করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান সহ সর্বস্তরের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও কোম্পানির সমৃদ্ধির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোম্পানির সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মো. মাহতাব উদ্দিন।

উল্লেখ্য যে কোম্পানির শুরু থেকেই জেনিথ ইসলামী লাইফ দাবি পরিশোধে অত্যন্ত সচেষ্ট। যে কোন ধরণের বীমা দাবি ৭ দিনের মধ্যে পরিশোধ করে থাকে। কোম্পানির শুরু থেকে এ পর্যন্ত প্রায় ২৫ কোটি টাকা দাবি পরিশোধ করেছে। মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে ভবিষ্যতে বীমা দাবি পরিশোধ সহ সকল সূচকেই জেনিথ ইসলামী লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *