প্রাইম ব্যাংকের কর্মীদের বীমা সুরক্ষা দিবে মেটলাইফ
কর্মী ও তাদের পরিবারের সদস্যদের বীমা সুরক্ষার আওতায় নিয়ে আসতে মেটলাইফের সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রাইম ব্যাংক। এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের ৯ হাজার ৬০০ জনেরও বেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ক্ষেত্রে বীমা কাভারেজ প্রদান করবে মেটলাইফ।
সাম্প্রতিক এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।
এ চুক্তি নিয়ে প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ বলেন, প্রাইম ব্যাংকে আমরা সবসময়ই আমাদের কর্মীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে মেটলাইফ বাংলাদেশের সাথে নতুন এই চুক্তি আমাদের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংকের সাথে তাদের যাত্রাকে আরো নিরাপদ এবং সহজ করে তুলবে।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী আলা আহমদ বলেন, কর্মীদের সুরক্ষায় প্রাইম ব্যাংকের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কর্মীদের প্রাধান্য দিলে সেই প্রতিষ্ঠানের সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রতিষ্ঠানসমূহের কর্মী ও তাদের পরিবারের জন্য একটি সুরক্ষিত ও শক্তিশালী ভবিষ্যত গড়তে সহায়তা করার চলমান প্রতিশ্রুতির অংশ হিসাবেই আমরা আমাদের বীমা সেবা দিয়ে আসছি।