প্রোটেক্টিভ ইসলামী লাইফের মুখ্য নির্বাহীর অনুমোদন পেলেন কিশোর বিশ্বাস
1 min read

প্রোটেক্টিভ ইসলামী লাইফের মুখ্য নির্বাহীর অনুমোদন পেলেন কিশোর বিশ্বাস

বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ডা. কিশোর বিশ্বাসের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

প্রোটেক্টিভ ইসলামী লাইফ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ সাল পর্যন্ত ৩ বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

ডা. কিশোর বিশ্বাস ২০১৪ সালের ২০ জানুয়ারি সহকারি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রোটেক্টিভ ইসলামী লাইফে যোগদান করেন। কয়েক দফা পদোন্নতি পেয়ে ২০২১ সালের জানুয়ারিতে তিনি বীমা প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহীর দায়িত্ব নেন।

২০১০ সালের ১ জুলাই মেটলাইফের মেডিকেল অফিসার হিসেবে বীমা পেশায় যোগ দেন ডা. কিশোর বিশ্বাস। এরপর ২০১২ সালের ১ ফেব্রুয়ারি মহা-ব্যবস্থাপক হিসেবে যোগ দেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে।

ডা. কিশোর বিশ্বাস সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে ২০০৫ সালে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে পাবলিক হেলথ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। এ ছাড়াও তিনি বিএসএমএমইউ থেকে কার্ডিওলোজিতে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং গ্রহণ করেন এবং ডায়াবেটলজিতে বার্ডেম থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *