ফারইস্ট লাইফের স্বতন্ত্র পরিচালক পদ থেকে মোজাম্মেল হকের পদত্যাগ
1 min read

ফারইস্ট লাইফের স্বতন্ত্র পরিচালক পদ থেকে মোজাম্মেল হকের পদত্যাগ

সোমবার (১৯ আগস্ট) ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র দাখিল করেন।

মোজাম্মেল হক ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের স্বতন্ত্র পরিচালক মনোনিত হন।

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ওই দিন (১ সেপ্টেম্বর, ২০২১) বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। বিনিয়োগকারী, পলিসিহোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজারের সুরক্ষার জন্য সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়।

পদত্যাগপত্রে মোজাম্মেল হক উল্লেখ করেছেন, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কর্তৃক তাকে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।

তবে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ায় গত ১ বছরেরও অধিক সময় তিনি কোন বোর্ড সভায় উপস্থিত হতে পারেননি এবং মৌখিকভাবে চেয়ারম্যান মহোদয়কে এ দায়িত্ব পালনে অপারগতার কথা ১ বছর আগেই তিনি জানিয়েছিলেন।

এ পর্যায়ে তিনি লিখিতভাবে পদত্যাগপত্র দাখিল করছেন এবং তার অনুপস্থিতির দিন থেকে তা কার্যকর করার অনুরোধ জানিয়েছেন পদত্যাগপত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *