1 min read

বঙ্গবন্ধুর আর্দশ লালন করে বীমা খাতকে আরও এগিয়ে নিতে হবে: মোঃ কাজিম উদ্দিন


জাতীয় শোক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে আলোচনা ও দোয়া মাহফিল করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী। কাওরান বাজারস্থ কোম্পানীর প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।  

কোম্পানীর সিইও মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মাহবুব নুরুজামান লিটন।  

সভায় সহকারী ব্যবস্থাপনা আবুল কাসেম, মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, এসইভিপি বাহার উদ্দিন মজুমদার, কোম্পানী সচিব মোঃ আবদুল ওহাব মিয়ানসহ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচালনা করেন এসইভিপি মোঃ এনামুল হক। 


কোম্পানীর সিইও মোঃ কাজিম উদ্দিন বলেন বঙ্গবন্ধুর আর্দশ লালন করে দেশের বীমা খাতকে আরও এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন,  বীমা শিল্পের সাথে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এবং প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের বীমাখাত এগিয়ে যাচ্ছে। 

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *