বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে নূরে আলম সিদ্দিক অভিকে আলফা ইসলামি লাইফ ইন্সুরেন্স এর সি ই ও ঘোষণা
অদ্য ২৩ মে ২০২৩ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আগামী ০৩ (তিন) বছরের জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুমোদন দিয়েছেন।
আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। ঐ সংবর্ধনা অনুষ্ঠানে আমি সহ উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি (ট্রেনিং) জনাব সাজেদুল বারী, জনাব মোহাম্মদ শাহ আলম, ডিএমডি (অপারেশন), প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে উনি বলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুমোদন করায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সেই সঙ্গে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডকে দেশসেরা বীমা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এ স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি এবং সফলতার সঙ্গে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবার নিকট দোয়া কামনা করছি। কোম্পানির মাননীয় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান, সদস্য (লাইফ) ও কর্মকর্তাবৃন্দকে এবং কোম্পানির মাঠ পর্যায়ের ২৫ হাজার কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন, পরে অনুষ্ঠানে কার্যালয়ের প্রত্যেক বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুমোদন পাওয়ার পর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহরিয়ার আলম , বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) জনাব কামরুল হাসান, কোম্পানীর চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন