বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সোনালী লাইফের গ্রাহক জনাব নেসার উদ্দিন কাজীর মৃত্যুতে ১৯ লাখ ৫২ হাজার টাকা মৃত্যুদাবী পরিশোধ
বরিশাল জেলার এক উপজেলার নাম বাকেরগঞ্জ। সোনালী লাইফের গ্রাহক ছিলেন মোঃ নেসার উদ্দিন কাজী। তিনি ছিলেন বাকেরগঞ্জের লক্ষীপাশার কাজি বাড়ির বাসিন্দা। গত ১২ জুন ২০২৩, তিনি স্ট্রোক করে মারা যান।
১৪ জুলাই বাকেরগঞ্জের কবাই ইউনিয়ন ইসামিয়া ডিগ্রি কলেজে সোনালী লাইফ সোনালী লাইফের ইউনিট ম্যানেজার মোঃ রফিকুল ইসলামের এর সঞ্চালনায় এবং কবাই ইউনিয়ন ইসামিয়া ডিগ্রি কলেজে এর অধ্যক্ষ ড: মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোহাম্মদ রেজাউল করিম,।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনালী লাইফের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রয়োজনীয় কাগজপ্ত্র জমা দানের ৪ দিনের মাথায় তার নমিনী আসমা আক্তারের একাউন্টে মরনত্তোর বীমা দাবীর 19 লাখ 52 হাজার 227 টাকার চেক পাঠিয়ে দেয়া হয়।