1 min read

বরিশাল-খুলনা-যশোরে ৭ কোটি ৮০ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

বরিশাল, খুলনা ও যশোরের বীমা গ্রাহকদের ৭ কোটি ৮০ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক হস্তান্তর করেন।

শনিবার (৭ ডিসেম্বর ) খুলনায় পপুলার লাইফের নিজস্ব ভবন মিলনায়তনে উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে ২ কোটি  ২০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) যশোরে কোম্পানির নিজস্ব ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২ কোটি  ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। আর শুক্রবার (৬ ডিসেম্বর ) বরিশালে কোম্পানির নিজস্ব ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয় ৩ কোটি ৩৫ লাখ টাকার।

এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, একক বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ জুয়েল, সাবেক নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *