বিআইএফ’র নির্বাহী কমিটির সভায় ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
বুধবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর কাওরানবাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (এনএলআই) টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সিইও এবং ফোরামের এক্সিকিউটিভ মেম্বার মো. জালালুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ফোরামের ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার হলেন- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. জালালুল আজিম। নির্বাচন কমিশনার হলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম এবং অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. আজহারুল ইসলাম।
সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমাম শাহীন, ভাইস প্রেসিডেন্ট এন সি রুদ্র, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. কাজিম উদ্দিন, অফিস সেক্রেটারি এম এম মনিরুল আলম, পাবলিকেশন সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি নুরে আলম সিদ্দিকী, এক্সিকিউটিভ মেম্বার বিগ্রেডিয়ার জেনারেল শফিক শামীম, নিমাই কুমার সাহা, মো. আব্দুল মতিন সরকার প্রমুখ।