1 min read

বীমা এজেন্টদের প্রশিক্ষণের বিষয়ে ৫ নির্দেশনা আইডিআরএ’র

বীমা এজেন্টদের বাধ্যতামূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে ৫টি নির্দেশনা দিয়েছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বুধবার (২৩ আগস্ট) জিএডি সার্কুলার নম্বর- ১৪/২০২৩ জারি করে এসব নির্দেশনা দেয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান কর্তৃক বীমা এজেন্টদের বাধ্যতামূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও মান নিশ্চিত করার লক্ষ্যে নিম্নরূপ নির্দেশনা অনুসরণ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সার্কুলার জারি করা হলো।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- প্রশিক্ষণ শুরুর ন্যূনতম ৭ কার্যদিবস পূর্বে প্রশিক্ষণ কোর্সের শিরোনাম, সময়কাল ও প্রশিক্ষণসূচি, স্থান, প্রশিক্ষণার্থীর সংখ্যা এবং মূল্যায়ন পদ্ধতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর আবশ্যিকভাবে প্রেরণ করে পূর্বানুমোদন গ্রহণ করতে হবে;

পূর্বানুমোদন ব্যতিরেকে এজেন্ট প্রশিক্ষণ পরিচালনা করা হলে তা বাতিল বলে গণ্য হবে;

মানসম্মত প্রশিক্ষক কর্তৃক প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষক তালিকা সংরক্ষণ করতে হবে;

২১ জুলাই ২০১৯ তারিখে জারিকৃত সার্কুলার নং- জিএডি- ৩/ ২০১৯ যথাযথ অনুসরণ করতে হবে; এবং

অনলাইনে এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা যাবে না।

এক্ষেত্রে অনলাইনে এজেন্ট প্রশিক্ষণ সংক্রান্ত কর্তৃপক্ষের ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখের স্মারক নং- ৫৩.০৩.০০০০.০৭৫.২২.০২৬.২০.২২ বাতিল ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *