বীমা খাতে বিশেষ অবদান রাখায় মকবুল হোসেনকে মরনোত্তর সম্মাননা
1 min read

বীমা খাতে বিশেষ অবদান রাখায় মকবুল হোসেনকে মরনোত্তর সম্মাননা

বীমা শিল্পসহ দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখায় বীমা ও শিল্প উদ্যোক্তা ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেনকে আরটিভি’র পক্ষ থেকে ‘আরটিভি বীমা অ্যাওয়ার্ডস- ২০২৩’ মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম, এমপি মহোদয়ের নিকট হতে মরনোত্তর সম্মাননা গ্রহণ করেন তাঁর পক্ষে তাঁর কনিষ্ঠ পুত্র সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরর্শেদ আলম এমপি, চীফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ আশিকুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়াত-উল-ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়নের চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং সাবেক শিক্ষা সচিব ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান ও নিরপেক্ষ পরিচালক নজরুল ইসলাম খান সহ অন্যান্য প্রতিষ্ঠানের সম্মানীত ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *