বীমা প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
বীমা আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের বিভিন্ন ঝুঁকি এড়াতে বীমা সহযোগিতা করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১ মার্চ) জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমায় চাকরি নিয়ে বীমার প্রচার-প্রচারণার জন্য সে সময় তিনি বিভিন্ন জেলায় জেলায় যেতেন। রাজনীতি নিষিদ্ধ থাকার পরও সে সময় তিনি তা সুসংগঠিত করার জন্য কাজ করেছেন। সেই সময়টি ছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য গুরুত্বপূর্ণ।
জাতীয় বীমা দিবস পালন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন, বীমা কোম্পানির সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত। তিনি বলেন, এবারের বীমা দিবসের প্রতিপাদ্য- করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, অত্যন্ত যথার্থ বলে আমি মনে করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছি।এক্ষেত্রে বীমাশিল্প স্মার্ট নিয়ে এগিয়ে যাক এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক ও সচেতন করুক সেটাই আমরা চাই।